মা হলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। বৃহস্পতিবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, সন্তান ও মা সুস্থ রয়েছেন। জানা গিয়েছে, নুসরতকে ওটিতে নিয়ে যাওয়ার সময় পাশে ছিলেন যশ দাশগুপ্ত।
About The Author
২০১৫ সালে রাজগঞ্জ ব্লকে প্রথমবারের জন্য ফেসবুক পেজের মাধ্যমে খবর প্রকাশিত হল। এলাকায় ডিজিটাল মাধ্যমে খবর প্রচারের সেই শুরু। প্রথমে এই উদ্যোগের নাম রাখা হল, রিজিওনাল নিউজ অন ফেসবুক। পরে তা একটু পরিবর্তন করে রিজিওনাল নিউজ ফিড অর্থাৎ RNF নাম রাখা হল। রাজগঞ্জ ব্লকে সামাজিক মাধ্যমে তথা ডিজিটাল মাধ্যমে খবর প্রচারের কাজ শুরু হল দেবজিৎ সরকারের হাত ধরেই।