চুরির মামলায় আদালতে হাজিরা নিশীথের, মন্ত্রীর কথায় ‘রাজনৈতিক চক্রান্ত’

সোনার দোকানে চুরির মামলায় হাইকোর্টের নির্দেশ মেনে আলিপুরদুয়ার আদালতে হাজিরা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ২০০৯ সালে আলিপুরদুয়ার শহর সংলগ্ন দু’টি সোনার দোকানে চুরির ঘটনায় নাম জড়িয়েছিল নিশীথের। সেই মামলার ব্যাপারেই মঙ্গলবার আদালতে যান তিনি। সেখান থেকে বেরিয়েই সাংবাদিকদের তিনি বলেন, মিথ্যে মামলা, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে।

মঙ্গলবার নিশীথ নিজেই আদালতে এলেন। এরপর থেকে হাই কোর্টের নির্দেশমতো নিশীথের আইনজীবী তাঁর হয়ে আদালতে হাজিরা দিতে পারবেন। নিশীথের বিরুদ্ধে গত বছর ১১ নভেম্বর পরোয়ানা নির্দেশিকা জারি করেছিল আলিপুরদুয়ারের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। যদিও, পরে সেই পরোয়ানার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। এর পর, মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার আদালতে পৌঁছন নিশীথ। আদালত থেকে বেরিয়ে নিশীথ বলেন, ‘রাজ্যজুড়ে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বিরোধীদের৷ এটা একটা রাজনৈতিক চক্রান্ত৷ আমাকে ফাঁসানো হয়েছে৷ এই ঘটনাটি বামফ্রন্ট আমলের৷ তখন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের আন্দোলনকে দাবিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল৷ রাজবংশী সম্প্রদায়ের মানুষের হয়ে লড়াই করতে গিয়ে আমাকে ফাঁসানো হয়েছে।’

About The Author