চন্দ্রযানের সাফল্যে ইসরোকে শুভেচ্ছা নাসার

চাঁদের কুমেরুতে নেমে ইতিহাস গড়ল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ ভারতের। গোটা দেশের পাশাপাশি শুভেচ্ছায় ভাসিয়েছেন আন্তর্জাতিক মহলের কর্তারাও। সেই তালিকায় বাদ নেই নাসার কর্তা বিল নেলসন। ইসরো টুইট বার্তা রিটুইট করে শুভেচ্ছা জানিয়ে নাসা কর্তা লিখেছেন, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য ইসরোকে অভিনন্দন। সেই সঙ্গে দুনিয়ার চতুর্থ দেশ হিসেবে চাঁদে সফট ল্যান্ড করার জন্য ভারতকে অভিনন্দন। এই অভিযানে সামিল থাকতে পেরে আমরা আনন্দিত।

বিলের এই শুভেচ্ছা বার্তা সামাজিক মাধ্যমে সামনে আসতেই আলোচনা শুরু হয়। অনেকেই বলেন, নাসা শুভেচ্ছা আড়ালে ভারতকে খোঁচা দিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের ব্যাপারে নাসা ভালোভাবে দেখছে না। অনেকের এও ধারণা, ভারতের এই অভিযানে নাসার সামিল থাকার দাবি ঠিক নয়। যদিও এই নিয়ে ইসরোর তরফে জানা গিয়েছে, ডিপ স্পেস টেলিমেট্রি এবং চন্দ্রযানের আপডেট দিতে নাসা এবং ইসার ভূমিকা রয়েছে।

About The Author