জলপাইগুড়ি: জলপাইগুড়িতে মেডিকেল কলেজ স্থাপনের শিলান্যাস অনুষ্ঠানে ডাক পেলেন না জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়। এই নিয়ে ক্ষোভ জেলা বিজেপি মহলে। বুধবার জলপাইগুড়িতে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। তিনি বলেন, জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য সর্বদাই সাংসদ জয়ন্ত রায় চেষ্টা করে গিয়েছেন। মানুষ যাতে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা পান তার জন্য সর্বদাই তিনি মানুষের পাশে থেকে এই দাবিতে সোচ্চার হয়েছিলেন। কিন্তু অদ্ভুতভাবে তাকে শিলান্যাস অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন বাপিবাবু। উল্লেখ্য, জলপাইগুড়িতে একটি মেডিকেল কলেজ হাসপাতাল গড়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুরে শিলন্যাস হবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে। তিনি আরও নতুন কিছু ঘোষণা করেন কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছে জলপাইগুড়ির মানুষ।