মিশরের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁকে ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মানে সম্মানিত করলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল-সিসি।
১৯৯৭-র পর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী মিশর সফরে গেলেন। মার্কিন সফর শেষ করে দু’দিনের মিশর সফরে শনিবারই কায়রোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার দুই রাষ্ট্র কর্তার মধ্যে বৈঠকও হয়। সেখানেই তাঁকে মিশরের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’ প্রদান করেন আল-সিসি। বৈঠক সেরে ইজিপ্টের পিরামিড দেখতে যান মোদী।
শনিবার ইজিপ্টে যান মোদী। সেখানে গিয়েই বোহরা মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে সাক্ষাত করেন মোদী। এই সাক্ষাতে বেশ খুশী বোহরা মুসলিমরা। দু’দিনের কর্মসূচী সেরে রবিবার সন্ধ্যায় দিল্লির পথে পারি দিয়েছেন প্রধানমন্ত্রী।