জিম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। রবিবার উত্তরপ্রদেশের মেরঠে স্পোর্টস ইউনিভার্সিটির শিলান্যাস করে সেখানে জিম করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হল স্যোশাল মিডিয়ায়। উত্তরপ্রদেশে স্পোর্টস ইউনিভার্সিটির শিলান্যাস করার পর সেখানকার সুযোগসুবিধাগুলিও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। জিমে ঢুকে চারদিক খতিয়ে দেখতে দেখতেই একটি মেশিনে বসে পড়েন প্রধানমন্ত্রী। আর তাতেই কসরত করতে শুরু করে দেন দিনি। এর আগেও ফিটনেস নিয়ে নানাসময় নানারকম ভঙ্গিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। আর এবারে তাঁর এই কসরতের ভিডিও রীতিমত ভাইরাল হল সামাজিক মাধ্যমে।
হাত না থাকায় মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে ছেলেকে বিক্রি করে দিয়েছিলেন বাবা-মা, কোনওরকমে উদ্ধার করে সেই ছেলেকে রত্ন তৈরি করেছেন মাসি। একহাত নেই, তাতে কি? জীবনযুদ্ধে থেমে না গিয়ে সাফল্য পেয়েছেন বডিবিল্ডিংয়ে। পর পর বডিবিল্ডার প্রতিযোগিতায় সাফল্য, দুবার হয়েছেন মিস্টার দিল্লি। করোনা কালেও দমে থাকেননি, খোলেন ব্যবসা, সেই ছেলে আজ ‘চিকেন টিক্কা কিং’ বলে পরিচিত। ১৫০ থেকে ২৫০ টাকায় বিক্রি করেন চিকেন টিক্কা। তার জীবন যুদ্ধে সাফল্যের গল্প ছড়িয়ে পড়েছে দিল্লিবাসীর মুখে মুখে।
এই গল্পের নায়কের নাম তেজিন্দর মেহরা। হাত না থাকায় জন্মের পর তার বাবা-মা তাকে বিক্রি করে দেন ২০ হাজার টাকায়। তাকে উদ্ধার করে ছোট থেকেই খুব কষ্ট করে মানুষ করেছিলেন মাসি! আর্থিক সঙ্গতি না থাকলেও পড়াশোনা চালিয়ে যেতে থাকেন তেজিন্দর। যদিও, পরে পড়াশোনা ছেড়ে সংসারের খরচ জোগাতে কাজ খুঁজতে শুরু করেন তিনি। চাকরি খোঁজার পাশাপাশি ব্যায়ামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তেজিন্দর। শুরু হতে থাকে তাঁর জিমের কেরিয়ার! ওই সময়ে তাঁর কোচ দীনেশ ২০১৬ সালে তেজিন্দরকে মিস্টার দিল্লি প্রতিযোগিতায় নাম লেখানোর পরামর্শ দিয়েছিলেন। তেজিন্দর সেখান নিজের নাম নথিভুক্ত করেন এবং জয়লাভ করেন। শুধু তাই নয়, তেজিন্দর ২০১৬ এবং ২০১৮ সালে ধারাবাহিকভাবে সেটি জয়লাভ করেন। এরপর লকডাউনে জিম বন্ধ হয়ে যাওয়ায় ৩০ হাজার টাকা ধার করে ব্যবসা শুরু করেন তেজিন্দর। সেখানেও বাজিমাত, বর্তমানে চিকেন টিক্কা কিং নামে সবার মুখে মুখে ঘুরছে তেজিন্দরের নাম।