রাজগঞ্জের বর্ডার সংলগ্ন সুখানি অঞ্চলে সাহেবপাড়ার পুরনো পোস্ট অফিসে অগ্নিকাণ্ডের পরদিনই ঘটনাস্থলে গেলেন বিধায়ক খগেশ্বর রায়। মঙ্গলবার সন্ধ্যারাতে সাহেবপাড়ার পুরনো এবং ব্রিটিশ আমলের স্মৃতি বিজড়িত ওই ঘরটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনার প্রায় ঘন্টাখানেক বাদে সেখানে দমকল পৌঁছায়। এইব্যাপারে এলাকায় ক্ষোভ রয়েছে। বিধায়ককে সেই ব্যাপারে প্রশ্ন করতেই তিনি আবারও আশ্বাস দিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময়ে সাহেবপাড়ার ওই ঘরটি পোস্ট অফিস হিসেবে ব্যবহার করতেন ব্রিটিশ অফিসাররা। সাহেবদের আনাগোনা চলত। সেই থেকেই সুখানির ওই অঞ্চলের নাম সাহেবপাড়া। এলাকার পুরনো পোস্ট অফিসের ঘরটি এলাকার ঐতিহ্য বহন করত। সেটি গতরাতে আগুনে পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে। পরিমল বসুনিয়ার ওই ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সেখানে কোনও জরুরী জিনিস ছিল না।
ঘটনার পর বুধবার এলাকায় এসে ক্ষতিগ্রস্ত বাড়ি দেখে গেলেন বিধায়ক। সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি এবং অন্য নেতাকর্মীরা। দমকল প্রসঙ্গে বিধায়ক বলেন, রাজগঞ্জের ফাটাপুকুরে খুব শীঘ্রই দমকল কেন্দ্র গড়ে তোলা হবে। জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে। দু’বছর আগে বিডিও অফিসের সামনে দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য জমি চিহ্নিত করা হয়েছে। এই ব্যাপারে আগেই দমকল মন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। বিধায়ক আরও বলেন, ভগবান না করুক কারও বাড়িতে আগুন লাগুক। তবে সবসময় সতর্ক থাকা উচিৎ।