রাজগঞ্জ: কলেজের ছাত্র সংগঠনকে চাঙ্গা করার আর্জি নিয়ে ‘দাদা’র দুয়ারে হাজির হলেন রাজগঞ্জ কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের একাংশ তথা ‘দাদা’র অনুগামীরা। অনুগামীদের কথায়, তৃণমূলের জেলাভিত্তিক সংগঠনকে যেভাবে ধরে রেখেছেন ‘দাদা’ কৃষ্ণ দাস, তা বুঝে এবং তাঁর ওপর ভরসা রেখেই ভবিষ্যতে কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা এবং পরিকাঠামোগত সাহায্যের আরজি জানিয়েছেন তারা। এর পাশাপাশি, রাজগঞ্জ কলেজে আলাদা করে তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের ছাত্র সংগঠন তৈরীর কথাও জানানো হয়েছে তাদের তরফে। রবিবার জলপাইগুড়ি জেলা তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসকে সংবর্ধনা জানান রাজগঞ্জ কলেজের তৃনমূল ছাত্র সংগঠনের ইয়াসিন আলি, দীপঙ্কর রায় সহ অনেকেই। ইয়াসিন’রা জানান, তারা প্রত্যেকেই দাদার অনুগামী। আগামী দিনে তাঁর নেতৃত্বে রাজগঞ্জেও দল আরও মজবুত হবে, এই আশায় রাজনীতির পথে পা জমিয়েছেন তারা সকলে। রাজগঞ্জ কলেজে গত বছরের ২৩ ডিসেম্বর তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের পক্ষ থেকে পোস্টারও লাগিয়েছেন তারা। তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন সেদিন। সংগঠনের তরফে ইয়াসিন আলি আরও জানান, ক’দিন আগেই শারীরিক অসুস্থতা নিয়ে দক্ষিনে উড়ে গিয়েছিলেন কৃষ্ণ দাস, বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাই তাঁকে শুভেচ্ছা জানাতেই ফুলের তোড়া এবং উপহার নিয়ে হাজির হয়েছিলেন। এই সুযোগেই তাদের দাবিগুলি তুলে ধরেছেন।