শুক্রবার নদিয়া জেলার নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা’র নাম উচ্চারণ করতে গিয়ে একাধিকবার আটকে গেলেন মুখ্যমন্ত্রী। শেষে তিনি বলেন, ওকে সবাই নন্দ সাহা নামেই চেনে। আর ওকে নবদ্বীপের গান্ধীও বলা হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবদ্বীপের তৃণমূল প্রার্থী তথা বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা’কে প্রথমে ‘পুণ্ডরাক্ষ সাহা’ বলে সম্বোধন করেন। এরপর তিনি আবার নিজের ভুল শুধরে নিতে আবারও ওনার নাম নেন। দ্বিতীয়বার তিনি বলেন, ‘পুণ্ডরাকক্ষ’। দ্বিতীয়বারও যখন প্রার্থীর নাম ঠিক মতো উচ্চারণ করতে পারেননি তিনি, তখন শেষে বলেন ‘বাপরে বাপ মুখ ভেঙে যাবে এত বড় নাম বলতে। ওঁর নাম নন্দ আপনারা ওকে সবাই চেনে। এবং ও খুব নিঃস্বার্থ রাজনৈতিক কর্মী এবং নবদ্বীপে ওকে গান্ধীজিও বলা হয়। মানুষ ওকে খুব ভালোবাসে।’