‘এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে কখনও হয়নি’, হিংসা প্রসঙ্গে মমতা

চ্যালেঞ্জ করে বলছি, একটা রাজ্য দেখান, যেখানে নির্বাচনের মনোনয়ন নিয়ে অশান্তি হয়নি; রাজ্যে এরকম শান্তিপূর্ণ মনোনয়ন আগে কোনওদিন হয়নি। মনোনয়নে হিংসা প্রসঙ্গে শুক্রবার প্রকাশ্য সভা থেকেই একথা জানালেন মমতা। তৃণমূলের নবজোয়ার যাত্রার শেষ দিনে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের জনসভা থেকে কংগ্রেস, সিপিএম, বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। আক্রমণের নিশানা থেকে বাদ পড়েনি আইএসএফ-ও। ঠিক কি বলেছেন দেখুন ভিডিওতে 

About The Author