দুর্যোগে কপ্টার বিভ্রাটে কোমর ও পায়ে চোট মুখ্যমন্ত্রীর

খারাপ আবহাওয়ার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার জরুরি অবতরণ করে সেবকের এয়ারবেসে। প্রথমটায় মুখ্যমন্ত্রী নিরাপদে আছেন জানা গেলেও জরুরি অবতরণের সময় তিনি পা এবং কোমরে চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে জেলা প্রশাসন সূত্রে। কলকাতায় ফিরেই এসএসকেএমে যাবেন মমতা। সেখানে উডবার্ন ওয়ার্ড প্রস্তুত রাখা হচ্ছে বলেও খবর।

জানা গিয়েছে, মঙ্গলবার জলপাইগুড়ির সভা সেরে বাগডোগরার দিকে ফেরার পথে খারাপ আবহাওয়ার কারণে জরুরী অবতরণ করে মমতার কপ্টা‌র। সেই সময় পা এবং কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি ভাবে এ বিষয়ে কেউ কোনও মন্তব্য না করলেও কলকাতা বিমানবন্দরে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। তৎপরতা শুরু হয়েছে এসএসকেএম হাসপাতালেও।

যদিও কলকাতা বিমানবন্দরে নেমে অ্যাম্বুল্যান্সে ওঠেননি মুখ্যমন্ত্রী। নিজের গাড়িতে চেপে মুখ্যমন্ত্রী রওনা দেন এসএসকেএম হাসপাতালের উদ্দেশে। সেখানে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষানিরীক্ষা করে দেখা হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর জন্য তৈরি রাখা হয়েছে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিন। প্রস্তুত চিকিৎসকেরাও।

About The Author