লাদাখ নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: লাদাখে ভারত-চিন বিবাদ নিয়ে কেন্দ্রীয় সরকার শুক্রবার যে সর্বদলীয় বৈঠক ডেকেছে সেই সিদ্ধান্তকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্কটের সময়ে তাঁর দল তৃণমূল কংগ্রেস দেশের পাশেই আছে, একথাও জানান বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সঙ্কটের এই মুহুর্তে আমরা দেশ ও আমাদের সশস্ত্র বাহিনীর পাশে আছি। সর্বদলীয় বৈঠক ডাকার সিদ্ধান্তকে সমর্থন করছি। দেশকে কেউ আঘাত করুক চাইনা। কেউ আক্রমণ করুন চাই না। সবসময়ই চাই দেশ আগে যাক।’

চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা নিয়ে কেন্দ্রের অবস্থান সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশমন্ত্রক সম্পর্কিত কোনও বিষয়ে কিছু মন্তব্য করতে চাই না। কেন্দ্রীয় সরকারকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দিন।’

লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে শুক্রবার বিকেল ৫ টায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন।

গালোয়ান উপত্যকার ঘটনার জন্য চিন ভারতকে কাঠগড়ায় তুললেও ভারতের তরফ থেকে এই সংঘর্ষের জন্যে চিনকেই দায়ী করা হয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘সীমান্ত পরিস্থিতি নিয়ে যথেষ্ট দায়িত্বশীল আচরণই করে এসেছে ভারত ৷ ওই এলাকায় যে কার্যকলাপ করা হয়েছে, তার সবটাই ভারতীয় এলাকার মধ্যে করা হয়েছে ৷ চিনের থেকেও আমরা একইরকম ব্যবহারের আশা রাখি৷ ভারত সীমান্তে শান্তি বজায় রাখা এবং যে কোনও সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী ৷ তবে একই সঙ্গে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখার বিষয়টি সর্বোপরি।’

About The Author