নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর ঘরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নবান্ন সভাঘরে পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী-মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে হাজির হলেন অমিত শাহ সমেত অন্য চার রাজ্যের মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীরা। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শেষে মুখোমুখি হলেন শাহ-মমতা।
পূর্বের পাঁচটি রাজ্য- পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক হল৷ এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একান্ত বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার নবান্নের বৈঠকে শাহ ও মমতার পাশাপাশি ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের মন্ত্রিসভার প্রতিনিধিও। শাহের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাও বৈঠকে যোগ দিতে এসেছিলেন।
পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল ইত্যাদি বিষয় সামনে রেখে গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের ওই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে গিয়েছিল। সেই বৈঠকই অনুষ্ঠিত হল শনিবার।
নবান্ন সূত্রের খবর, বিএসএফের এক্তিয়ারের সীমা বাড়ানো, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় পঞ্জীকরণ বা এনপিআর নিয়ে কথা হতে পারে। প্রসঙ্গত, পূর্বাঞ্চলীয় পরিষদের (Eastern Zonal Council) মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিম।
এর আগে ২০১৮ সালে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির ২৩তম বৈঠক হয়েছিল নবান্ন সভাঘরে। তখন বৈঠকের পৌরোহিত্য করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।