Malda: সাইকেল চালিয়ে মমতার বাড়িতে যাচ্ছে ছোট্ট সায়ন্তিকা, কারণ কি?

মালদা: সাইকেল চালিয়ে সুদূর মালদা থেকে কালীঘাটে মমতার বাড়িতে যাচ্ছে একরত্তি মেয়ে। কেন যাচ্ছে, জানেন? অর্থের অভাবে পড়া বন্ধ হতে চলেছিল। মমতার কন্যাশ্রিই নাকি বাচিয়েছে তাদের। তাই, তাঁকে ধন্যবাদ জানাতে সাইকেল চালিয়ে কলকাতায় মমতার বাড়িতে ছুটে যাচ্ছে মালদার সায়ন্তিকা। সঙ্গে করে আমস্বত্ত নিয়ে যাবে মুখ্যমন্ত্রীর জন্য। কেন এমন ইচ্ছে ৮ বছরের এটুকু মেয়ের? প্রশ্ন করতেই একরত্তি মেয়ে বলছে, দিদির প্রকল্পের জন্যই নাকি পড়তে পারছে সে ও তার দিদিরা।

ছোট্ট এই মেয়েটির নাম সায়ন্তিকা। বাবা প্রদীপ দাস পেশায় একজন গাড়ি চালক। আর্থিক অনটনের সংসারে দিদির পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরী হয়েছিল। এমন সময় মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প উদ্ধার করেছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সাইকেল চালিয়ে ২৬মে তারিখে রওনা দিচ্ছে সে। মালদার জেলাশাসক থেকে পুলিশ সুপার সহ সরকারি আধিকারিকদের লিখিতভাবে জানিয়েছে তার ইচ্ছের কথা। ছোট মেয়ের সাথে পরিবারের লোকেরাও যাচ্ছেন দিদির কালীঘাটের বাড়িতে। তারা মালদা থেকে রওনা দিয়ে কৃষ্ণনগর হয়ে বৈদ্যবাটি ডানকুনি হয়ে কালীঘাট যাবেন। ছোট শিশুর এমন কান্ডে উচ্ছৃসিত ২৭নং ওয়ার্ড কাউন্সিলার পুজা দাস। তিনি বলেন শিশুটিকে উৎসাহ দিতে তার পাশে থেকে সমস্তরকম সহযোগিতা করবেন।

About The Author