মাসের শুরুতেই বড় ধাক্কা। ফের রান্নার গ্যাসের দাম দাম বাড়ল। ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পিছু ২৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে এবার থেকে ১৪.২ কেজি এলপিজি রান্নার গ্যাস কিনতে হবে ১ হাজার ১২৯ টাকায়।
১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১ হাজার ৮৬৯ টাকা ৫০ পয়সা। ১ মার্চ থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। প্রসঙ্গত, গৃহস্থের বাড়িতে যে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়, তা ডোমেস্টিক সিলিন্ডার হিসাবেই পরিচিত। অন্যদিকে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারগুলি হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানেই মূলত ব্যবহৃত হয়। সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বাড়ানোয়, নতুন দাম হচ্ছে ১১২৯ টাকা। গৃহস্থের বাড়িতে ব্যবহৃত এই সিলিন্ডার কিনতে আগে খরচ হত ১০৭৯ টাকা। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।
Domestic LPG Cylinder 14.2 kg prices increased by Rs 50/. Domestic LPG cylinder price increased to Rs 1103/ in Delhi: sources
— ANI (@ANI) March 1, 2023