আরএনএফ স্পোর্টস ডেস্ক: অবশেষে বুধবার প্রিমিয়ার লিগের ট্রফি হাতে তুলল লিভারপুল খেলোয়াড়রা। এদিন ঘরের মাঠে চেলসিকে ৫-৩ গোলে হারিয়ে ৩০ বছর পর প্রিমিয়ার লিগ জিতল লিভারপুল।
Champions of England. What a journey it’s been 🏆
Proud to #StandRed with our main club partner @StanChart for 10 years 🤜🤛 pic.twitter.com/UjYRLjmDKn
— Liverpool FC (@LFC) July 22, 2020
বুধবার রাতে দুই দলের লড়াইটা উপহার দিয়েছে আট গোলের থ্রিলার। অ্যানফিল্ড স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচ। অন্য দিকে আবার হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১-১ গোলে ওয়েস্টহামের সঙ্গে ড্র করল তাঁরা।
অবশ্য হোঁচট খাওয়ার পরও লিগ টেবিলের তিনে উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড। লিগের ৩৭তম রাউন্ড শেষে ৬৩ পয়েন্ট রেড ডেভিলসদের। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোলগড়ে পিছিয়ে চারে নেমে গেল চেলসি। এক পয়েন্ট পিছিয়ে পাঁচে নামল লেস্টার সিটি। ৯৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল লিভারপুল। রানার্সআপ হওয়া ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৭৮ পয়েন্ট।
লিগ নির্ণায়ক এই ম্যাচে ৪৩ মিনিটের মধ্যে তিনবার বল জালে জড়ায় লিভারপুল। গোল করেন কেইটা, অ্যালেক্সান্ডার আরনল্ড ও ভিনালডাম। তিন গোল হজমের পর ঘুম ভাঙে পশ্চিম লন্ডনের ক্লাবটির। প্রথমার্ধের শেষ মুহূর্তে অলিভার জিরার্ড ব্যবধান কমান (৩-১)। বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ান রবার্তো ফিরমিনো। ৬১ মিনিটে চেলসি ফের ব্যবধান কমায় আব্রহামের গোলে।
গোল-পাল্টা গোলে জমে ওঠা ম্যাচে ৭৩ মিনিটে স্কোরলাইন ৪-৩ করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। সমতায় ফিরতে মরিয়া চেলসি আর ম্যাচে ফিরতে পারেনি। উল্টে ৮৪ মিনিটে অক্সলেড চেম্বারলিনের গোলে জয় নিশ্চিত করে লিভারপুল।
তবে লিগ জিতলেও অ্যানফিল্ড স্টেডিয়ামের বাইরে জয় উদযাপনের অনুমতি পায়নি লিভারপুল। তাই ক্লোজ ডোর স্টেডিয়ামেই ৩০ বছর পর লিগ জয়ের উৎসব করল লিভারপুল।