Lionel Messi: ভারতের মাটিতে খেলতে আসছেন লিওনেল মেসি

আগামী বছর কেরলে খেলতে আসতে পারেন লিওনেল মেসি। ২০২৫ সালে ভারতে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দলে থাকবেন মেসি। বুধবার এমনই জানান কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমন।

কেরল সরকারের তত্ত্বাবধানে এই ম্যাচের আয়োজন করা হবে। সাংবাদিক সম্মেলনে আবদুরাহিমন বলেন, ‘এই হাই-প্রোফাইল ফুটবল ম্যাচ আয়োজন করতে আর্থিক সাহায্য করবে রাজ্যের শিল্পপতিরা।’ ঐতিহাসিক ম্যাচ আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী কেরলের ক্রীড়ামন্ত্রী। তবে ম্যাচের দিনক্ষণ এখনও জানানো হয়নি।

শোনা যাচ্ছে, শুধুমাত্র কেরল নয়, কলকাতায় আসতে পারেন মেসি। দীর্ঘদিন ধরে তাঁকে শহরে আনার চেষ্টা করছেন এক ক্রীড়া উদ্যোগপতি। কথাবার্তা অনেকদূর এগিয়েছে। রোজারিওতে মেসির বাবার সঙ্গেও দেখা করেন তিনি।

প্রসঙ্গত, এর আগে একবার কলকাতায় এসেছেন আর্জেন্টাইন তারকা। অধিনায়ক হিসেবে কল্লোলিনীতেই আত্মপ্রকাশ হয় মেসির। দু’দিনের সফরে এসেছিলেন। বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে ছিলেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনিজুয়েলার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলে আর্জেন্টিনা। মেসিকে নিয়ে উত্তাল হয় শহর। তবে এবার কলকাতায় তাঁর পা পড়লে উত্তেজনা, উন্মাদনা যে দ্বিগুণ হবে সেই নিয়ে কোনও সন্দেহ নেই। বিশ্বকাপজয়ী অধিনায়কের একঝলক পেতে মরিয়া থাকবে কলকাতার মেসি ভক্তরা।‌

About The Author