ছাত্র আছে, শিক্ষক নেই! একাই দায়িত্ব সামলাচ্ছেন ‘গেস্ট টিচার’

ইসলামপুর: স্কুলে পড়ুয়ার সংখ্যা ২৬৫। অথচ শিক্ষক নেই। ২৬৫ ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছেন একজন গেস্ট টিচার। প্রশ্ন উঠছে, যেখানে রাজ্যে শিক্ষকেরা নিয়োগ না পেয়ে আন্দোলন করছেন, সেখানে এতগুলো বাচ্চা পড়াতে একজন শিক্ষকও নিয়োগ হল না? মাত্র একজন অতিথি শিক্ষক দিয়েই চলছে ক্লাস।

উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-১ ব্লকের চাপোয়া জুনিয়র হাইস্কুলে ধরা পড়ল এমন ছবি। জানা গিয়েছে, ওই বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৬৫ জন। এতগুলো ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব এক অতিথি শিক্ষকের ওপর। শিক্ষকের নাম মোহাম্মদ গোলাম মর্তুজা।

একটি ক্লাস চলাকালীন অন্য ক্লাস ফাঁকা পরে থাকছে। সেখানে পড়ানোর লোক নেই। এতে যথেষ্ট অসুবিধায় পড়েছে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিভাবকেরা অতি দ্রুত ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।

About The Author