জলপাইগুড়ি: কাশ্মীরে জঙ্গি হানায় শহীদ হলেন ধুপগুড়ির জগন্নাথ রায়( ৩৩)। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি এলাকার বাসিন্দা জগন্নাথ রায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফের) ৭০ নম্বর ব্যাটালিয়নে কনস্টেবল পদে ছিলেন। কাশ্মীর শ্রীনগর বারামুল্লা জাতীয় সড়কের ওপর টহলদারি চালানোর সময় আধাসেনার কনভয়ের ওপর আচমকা হামলা হয়। জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। বাধা দেওয়ার আগেই জঙ্গিদের গুলির আঘাতে গুরুতর আহত হন জগন্নাথ সহ আহত হন আরও ২ সিআরপিএফ জওয়ান। তাদের স্থানীয় এসকেআইএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৪ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার ওই হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ধূপগুড়ির জগন্নাথ রায়। তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌছতেই শোকের ছায়া নেমে আসে গোটা ধুপগুড়ি জুড়ে।
জগন্নাথের বাড়িতে তার মা, স্ত্রী, এক পুত্র সন্তান ও দাদা-বৌদি রয়েছেন। গ্রামের গর্ব বীর জওয়ান জগন্নাথ রায়ের শহীদ হওয়ার খবর পৌছতেই গ্রামে শোকের ছায়া নেমেছে। তাঁদের বাড়িতে পাড়া প্রতিবেশীদের ভিড় জমেছে; পৌঁছে গিয়েছেন আত্মীয় স্বজনেরাও। প্রায় সত্তর বছর বয়সের বৃদ্ধা মা প্রমীলা রায় বিছানায় শুয়ে অঝোরে কাঁদছেন। সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। স্ত্রী তাপসি রায়ও গত চারদিন ধরে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন। অসুস্থ হয়ে পড়েছেন তাপসি, চলছে স্যালাইন। জগন্নাথের একমাত্র পুত্রসন্তান বিন্নাগুড়িতে পড়াশোনা করেন। এর মধ্যেই বাড়ি আসার কথা ছিল জগন্নাথের। এমনকি কাশ্মীরের পরিবর্তে নতুন জায়গায় ডিউটিতে যাওয়ারও কথা ছিল। তবে তার আগেই সব শেষ হয়ে গেল।