আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের। ঘটনার পর গ্রেফতার করা হয়েছে আততায়ীকে। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ পশ্চিম জাপানের নারা শহরে এক কর্মসূচিতে বক্তৃতা করার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ করেছে জাপানের সরকারি টিভি চ্যানেল।
অ্যাবেকে গুলি করেছেন ওই শহরেরই বাসিন্দা টেটসুয়া ইয়ামাগামি নামের বছর চল্লিশের এক ব্যক্তি। নিজের বানানো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন তিনি। এমনকি, গুলি চালানোর পর পালানোরও চেষ্টা করেননি আততায়ী। শিনজোর প্রতি তীব্র অসন্তোষ থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই ব্যক্তি। ছিলেন তিনি। জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন শিনজো। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন শিনজো অ্যাবে। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মৃত্যুতে ভারতে একদিনের শোক পালন করা হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।
"As a mark of our deepest respect for former Prime Minister #ShinzoAbe, a one day national mourning shall be observed on 9 July 2022," tweets Prime Minister Narendra Modi. pic.twitter.com/bCifGYEls2
— ANI (@ANI) July 8, 2022