গ্রামবাসীদের সুবিধা অসুবিধার কথা জানতে লোকালয়ে হাজির জেলা প্রশাসনের কর্তারা। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ইত্যাদি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রামবাসীরা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে পাড়ায় পাড়ায় জনসংযোগ করছেন জেলা শাসক, পুলিশ সুপার।
মঙ্গলবার রাজগঞ্জের শিকারপুরে ফটিঙ্গা লাইন এলাকায় জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচি করা হল। প্রশাসন সূত্রে জানা গেল, ২০ জানুয়ারি থেকে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে এই অনুষ্ঠান। এতে করে এলাকার মানুষের সুবিধা অসুবিধার কথা জানা যাবে। এবং সমস্যা সমাধানও হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। যেখানে নানা সরকারি পরিষেবা তুলে দেওয়া হচ্ছে।
এদিন বেলাকোবায় এই কর্মসূচিতে ছিলেন জেলা শাসক শামা পারভীন, পুলিশ সুপার উমেশ গনপত খন্ডবহালে, অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রাণা, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, বেলাকোবা ফাঁড়ির ওসি কেটি লেপচা, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার সহ অন্যান্যরা।