রাজগঞ্জ: কীর্তনের আসরে খোল বাজিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী সাংসদ জয়ন্ত রায়।
শনিবার রাজগঞ্জ বিধানসভায় প্রচার পর্ব শুরু করার আগে ভ্রামরি দেবীর মন্দিরে পুজো দেন তিনি। দিনভর বিভিন্ন জায়গায় জনসংযোগ রয়েছে তাঁর। এদিন সকালে গজলডোবার নাথুয়ার চরে একটি কীর্তনের আসরে ঢুকে পড়েন পদ্মপ্রার্থী। সেখানে খোল বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
প্রচারে বেরিয়ে প্রবল আত্মবিশ্বাসী বাম প্রার্থী দেবরাজ বর্মণ
এবারের ভোটে দেশ থেকে বিদায় হবে বিজেপি, শুধু তাই নয় রাজ্য থেকে বিজেপি-তৃণমূল দুই দলই মুছে যাবে, ভোট প্রচারে বেরিয়ে এমনভাবেই নিজের ভোট জয়ের আত্মবিশ্বাস ব্যক্ত করলেন জলপাইগুড়ি আসনের বাম প্রার্থী দেবরাজ বর্মণ। এই নিয়ে জোর কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। তৃণমূলের চ্যালেঞ্জ, আগে ১০ শতাংশ ভোট তুলে দেখাক।
শুক্রবার রাজগঞ্জ বিধানসভায় প্রচার সারতে এসেছিলেন দেবরাজ। বেলাকোবার রাস্তায় পদযাত্রা করে মানুষের কাছে ভোট চান তিনি। বয়স্কদের পা ধরে প্রণামও করতে দেখা গেল তাঁকে। জনসংযোগ চলাকালীন মানুষের উৎসাহ দেখে আপ্লুত দেবরাজ সাংবাদিকদের প্রশ্নে বলেন, এবারে বামেদের সমর্থন বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ফলাফল নিয়ে জিজ্ঞেস করা হলে উত্তরে দেবরাজ বলেন, দেশের ধোপেই টিকবে না বিজেপি। এরাজ্যেও তৃণমূল, বিজেপি দুই দলই সাফ হয়ে যাবে। মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন? প্রশ্নের জবাবে দেবরাজ বলেন, বেকারত্ব, কর্মসংস্থান, দুর্নীতির প্রতিরোধের বার্তা মানুষের দুয়ারে যাচ্ছেন তিনি।
বাম প্রার্থীর আত্মবিশ্বাসী মন্তব্য নিয়ে সাংসদ জয়ন্ত রায় বলেন, শুনে হাসি পেল। উনি প্রলাপ বকছেন। ফলাফল কেমন হবে তা সবাই জানেন। অন্যদিকে রাজগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, আগে দশ শতাংশ ভোট পেয়ে দেখাক। বামেদের অস্তিত্ব নেই তাই প্রচারে আসার জন্য এমন মন্তব্য।