মহাকাশ অভিযানেও হাত মেলাল ভারত-আমেরিকা

নাসার সঙ্গে যৌথভাবে মহাকাশ অভিযানে সামিল হবে ইসরো। মোদীর সফরে হোয়াইট হাউসে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ স্বাক্ষর করল ভারত। এছাড়াও ২০২৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি যৌথ অভিযান করবে নাসা এবং ইসরো বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ওই পদস্থ কর্তা। মহাকাশ অভিযানেও হাত মেলাল ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র।

দীর্ঘদিন ধরেই মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরো। গগনযান অভিযানের প্রস্তুতি প্রায় শেষ পর্বে। মহাকাশে একটি নিজস্ব স্পেস স্টেশন স্থাপন করার লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো। এদিন হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকাশে মানুষ পাঠানোর বিষয়ে ইসরোকে সাহায্য করবে নাসা। দুই মহাকাশ গবেষণা কেন্দ্র কীভাবে একে অন্যের সহায়তা করতে পারে, সেই বিষয়ে একটি কাঠামো তৈরি করা হবে। আর পরের বছরই, অর্থাৎ ২০২৪ সালে নাসা এবং ইসরো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি যৌথ অভিযান করবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করবেন ভারতীয় নভোশ্চররা। পরবর্তী ক্ষেত্রে এই পারস্পরিক সহযোগিতার মাত্রা আরও বাড়তে পারে।

About The Author