খুশিতে নাচছেন ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ। চন্দ্রযানের সাফল্যে ভাইরাল হল পুরনো ভিডিও।
বুধ সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস গড়েছিল ভারত। সেই খুশিতে আবেগ সামলাতে পারেননি দেশের কোটি কোটি মানুষ। আবেগের ঠ্যালায় অনেক বিভ্রান্তিমূলক ভিডিও শেয়ার হয়েছে সামাজিক মাধ্যমে। সেগুলির মধ্যে একটি ছিল ইসরোর চেয়ারম্যানের পুরনো নাচের ভিডিও।
পরে ইসরোর বিজ্ঞানীদের আভ্যন্তরীণ মহল সূত্রে জানা গেল, ভিডিও পুরনো। চন্দ্রযানের সাফল্যের পরও অবকাশের জন্য কোনও সময় নেই। কারণ চাঁদের পর আর কিছুদিন বাদেই এবার সূর্য অভিমুখে পারি জমাতে চলেছে ইসরোর আদিত্য এল ওয়ান। সেই নিয়ে বিন্দুমাত্র ছুটির অবকাশ নেই কারোর।
প্রসঙ্গত, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রওনা হচ্ছে আদিত্য এল ওয়ান। সেটিকে যেতে হবে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে। প্রায় ১৮০ দিনের যাত্রা শেষে সূর্যের মুখে পৌঁছানোর কথা।