ইসরায়েলে ৫ হাজার রকেট দিয়ে হামলা চালাল প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামলার জেরে ইসরায়েলে প্রায় শতাধিক নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আর এই অবস্থায় পাল্টা হিসেবে প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ইসরায়েল। রাশিয়া-ইউক্রেনের পর এবার ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ শুরু হল। ইতিমধ্যেই ইসরায়েলে থাকা ভারতীয়দের জন্য অ্যাডভাইজরি জারি করেছে মোদী সরকার।
স্থানীয় সময় অনুযায়ী, শনিবার সকাল সকাল দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। ইসরায়েলের দাবি, দখলে থাকা গাজা উপত্যকা থেকে রকেট ছুঁড়েছে হামাস গোষ্ঠী। হামলার দায় স্বীকারও করেছে প্যালেস্টাইনের ইসলামি সংগঠন হামাস। শুধু তাই নয়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে প্যালেস্তাইনও। ইজরায়েলের সেনা দফতরেও হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাস গাজা উপত্যকা দিয়ে প্যারাসুটে চড়ে ইসরায়েলে অনুপ্রবেশ করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ইজরায়েলের বেশ কিছু রাস্তা এখন জঙ্গিদের দখলে। আর এর পরই যুদ্ধের ঘোষণা করেছে ইসরায়েল সরকার।
এদিকে, ইতিমধ্যেই বেশ কিছু দেশ এবং বিশ্ব নেতারা ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, ইরান, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি প্যালেস্তাইনের পক্ষে রয়েছেন।