ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষে মৃত্যু ভারতীয় নার্সের

ইজরায়েল ও প্যালেস্তাইনের সংঘর্ষে মৃত্যু হল এক ভারতীয় মহিলার। তাঁর নাম সৌম্যা সন্তোষ। তিনি কেরলের ইদ্দুকের বাসিন্দা ছিলেন। ইজরায়েলে নার্সের কাজে নিযুক্ত ছিলেন সৌম্যা। 

জানা গিয়েছে, সৌম্যা সন্তোষের পরিবার কেরলেই থাকতেন। তবে, তিনি গত ৭ বছর ধরে ইজরায়েলে নার্সের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। রকেট হানার সময় ওই মহিলা তাঁর পরিবারের সঙ্গেই কথা বলছিলেন। আচমকাই বিস্ফোরণ ঘটে। এরপরই তাঁর মৃত্যুর খবর কেরলে এসে পৌঁছায়। 

ইজরায়েল ও প্যালেস্তাইনের সংঘর্ষে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। ইজরায়েল সরকার বলেছে, এমন ভয়াবহ যুদ্ধ ২০১৪-র পর এই প্রথম। প্রায় দেড় শতাধিক রকেট হামলা চালাল প্যালেস্তাইন জঙ্গি গোষ্ঠী হামাস। ঘটনার দায় স্বীকারও করেছে তারা। এই সংঘর্ষে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

About The Author