অলিম্পিক অ্যাথলেটিক্সে সোনার পদক জয় করে তৈরি হল ইতিহাস। জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। ২০০৮ সালের পর ১৩ বছর বাদে অলিম্পিক্সের মঞ্চে বাজল ভারতের জাতীয় সঙ্গীত। এমন আবেগঘন মুহূর্ত ছড়াছড়ি নেট মাধ্যমে। শিহরিত দেশবাসী।
This moment is deep engraved in my heart, forever. so so proud. Real tears streaming down my face right now😭♥️#NeerajChoprahttps://t.co/XNF6GG3NkO
— N. 🍉 (@Noorsumera23) August 7, 2021
অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও ইভেন্টে সোনা জিতেলেন নিরজ। ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে পদক জিতলেন তিনি। ব্যক্তিগত ইভেন্টেও নিরজ দ্বিতীয় ব্যক্তি যিনি সোনা জিতেছেন। ভারতের জন্য শনিবার ৭ অগাস্ট গৌরবের দিন হিসেবে ইতিহাসের খাতায় লেখা হয়ে থাকবে৷ ১০০ বছরে প্রথমবার ভারত থেকে কেউ অ্যাথলেটিক্সে (ট্র্যাক অ্যান্ড ফিল্ডে) পদক জয় করল৷ পাশাপাশি ১৩ বছর বাদে অলিম্পিক্সে মঞ্চে বাজল জাতীয় সঙ্গীত৷ ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন অভিনব বিন্দ্রা৷ যা ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা ছিল৷