গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৫৯১৭০, মৃত ১৭৬১

২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের, যা যথেষ্ট উদ্বেগের। সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৭৬১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৫৩ লক্ষ ২১ হাজার ৮৯ জনের সংক্রমণ ধরা পড়েছে।

করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩১ লক্ষ ৮ হাজার ৫৮২ জন। দেশে করোনার বলি হয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৫৩০ জনের। এই মহূর্তে অ্যাকটিভ কেস ২০ লক্ষ ৩১ হাজার ৯৭৭টি। এখনও পর্যন্ত ১২ কোটি ৭১ লক্ষ ২৯ হাজার ১১৩ জন করোনার টিকা নিয়েছেন। যেভাবে করোনা বাড়ছে সেদিকে খেয়াল রেখে বিশেষজ্ঞরা মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

 

About The Author