রাজগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করেই হাইব্রিড মাগুর মাছের চাষ হচ্ছে রাজগঞ্জের সন্ন্যাসিকাটা অঞ্চলে। যার জেরে এলাকায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। আশে পাশের প্রায় ১০ হাজার গ্রামবাসী এই নিয়ে ক্ষুব্ধ। মঙ্গলবার সেখানে গিয়ে নাকে কাপড় চাপা দিয়ে বিক্ষোভও দেখালেন। অবিলম্বে যাতে এই বেআইনি মাছ চাষ বন্ধ হয় সেই দাবি রেখেছেন তাঁরা।
জানা গিয়েছে, প্রায় ৬ বছর ধরে ওই এলাকায় পরপর ৯টি পুকুরে হাইব্রিড মাছের চাষ হচ্ছিল। এখনও প্রায় ১ হাজার ২০০ কুইন্টাল মাছের চাষ হয়েছে। শুরু থেকেই মাছ চাষের জন্য এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ উঠেছিল। মাছের খাবারের দুর্গন্ধ নিয়ে এলাকায় সমস্যা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পচা ডিমের মত দুর্গন্ধে এলাকায় টেকা দায় হয়ে উঠেছে। মঙ্গলবার স্থানীয়রা ওই প্ল্যান্টে বিক্ষোভ দেখালেন।
এই ব্যাপারে হাইব্রিড প্রস্তুতকারকেরা জানিয়েছেন, মাস খানেক বাদেই অবৈধ চাষ বন্ধ করে দেওয়া হবে। তাদের কথায়, যদি সরকার নিষেধাজ্ঞা জারি করে তাহলে বাজারে কেন পোনার উৎপাদন হচ্ছে? সেই সঙ্গে তিনি এও বলেন, বাজারেও দেদার বিকোচ্ছে হাইব্রিড মাগুর কই। সেই দিকে তাকিয়েই তারা মাছের চাষ করে চলেছেন। প্রশ্ন উঠছে, কিভাবে প্রশাসনের নজরের আড়ালে ওই এলাকায় অবৈধ হাইব্রিড মাগুর মাছের চাষ হচ্ছিল? স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রশাসনকে হাতে রেখেই এই কাজ চলছিল। যদিও এই ব্যাপারে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।