দেবজিতের তৈরি প্রতিমা দিয়েই পুজো হয় ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলে

ময়নাগুড়ি: স্কুলছাত্রের তৈরি মা দুর্গার প্রতীকী প্রতিমা দিয়েই পুজো হয় ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলে। প্রতিবছরই ওই স্কুলের ছাত্র দেবজিৎ ভদ্র দূর্গাপ্রতিমা তৈরি করে। বর্তমানে সে ক্লাস নাইনে পড়ছে। গত পাঁচ বছর ধরে তার হাতে তৈরি প্রতিমা দিয়ে দূর্গা পুজো হয়। দেবজিতের বাড়ি ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের পাশেই। এবারই প্রথমবারর জন্য মাটির তৈরি মূর্তি বানিয়ে তাক লাগিয়েছে দেবজিৎ। পরিবার সূত্রে খবর, দেবজিতের বাবা তাপস ভদ্র, ডেকোরেটরের কাজ করেন। তাতেই মোটামুটি সংসার চলে যায়। বর্তমানে লকডাউনের কঠিন সময়ে ব্যবসা প্রায় বন্ধ। তবে সৃজন তো আর বাধা মানে না। পরিবারের উৎসাহ এবং নিজের আগ্রহে পুজোর আগেই তৈরি করে ফেলেছে মাটির তৈরি দুর্গা প্রতিমা। লকডাউনের বাড়তি সময়ে কালীপুজোর আগে কালী মূর্তিও তৈরি করতে লেগে পড়েছে দেবজিৎ। সঙ্গে বাবা ছেলের কাজে সাহায্য করছেন। তাপসবাবু জানান, ছেলে ভবিষ্যতে কি নিয়ে পড়বে তা এখনই ঠিক হয়নি; তবে পড়াশোনার পাশাপাশি এ ধরনের কাজে উৎসাহ থাকলে পরিবারের তরফ থেকে সহযোগিতা করা হবে। ডেকোরেটরের কাজ করে কোনওরকমে সংসার চলে তাপসবাবুর। তাই ছেলের শখ পূরনে প্রশাসনিক সহযোগিতা পেলে সুবিধাই হবে বলে মনে করেন তিনি।

About The Author