এ বছর হচ্ছে না মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ পর্যন্ত বাতিল হল এ বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। সোমবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া উচিৎ কি না সেই বিষয়ে ই-মেল মারফত রাজ্যের সাধারণ মানুষের মতামত চেয়েছিল রাজ্য সরকার। সেই মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, ‘অল্প সময়ে ৩৪ হাজার ই-মেল পেয়েছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের ভিত্তিতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বাতিল করা হল। ৭ দিনের মধ্যে জানানো হবে, কী ভাবে মূল্যায়ন হবে। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সঙ্গে সিবিএসই ও আইসিএসই ও আইএসসি-এর সঙ্গে মিলিয়ে যেন পরীক্ষা নেওয়া হয় হয়। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।’

রাজ্যবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, ‘বিশেষজ্ঞ কমিটির পরামর্শ, এ বছর পরীক্ষা না করার দিকেই। ৮৩ শতাংশ মানুষ পরীক্ষা না নেওয়ার পক্ষে। ই-মেলে সাধারণ মানুষ মতামত জানিয়েছেন।’

About The Author