বিয়ের ৪ মাসেই শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ

ভালোবেসে বিয়ে, চার মাস যেতে না যেতেই শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এমন ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলে। মৃতার নাম, তনিমা রায়।

স্থানীয় সূত্রে খবর, কয়েক মাস আগেই পানিকাউরি অঞ্চলের জুগুনিডাঙ্গার ছেলে রাজেশ রায়ের সঙ্গে বানিয়াপাড়ার বাসিন্দা তনিমা রায়ের ভালোবেসে বিয়ে হয়। মৃতার বাবা প্রদীপ রায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা মেয়ের ওপর অত্যাচার শুরু করে।

শুক্রবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের মাধ্যমে তিনি জানতে পারেন শ্বশুরবাড়িতে তাঁর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছেন বাড়ির লোকেরা।

মৃতার বাবার বাবার অভিযোগ, ওই বাড়ির লোকেরাই তাঁর মেয়েকে খুন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে।

About The Author