মৃত শ্রমিক পরিবারগুলির সঙ্গে দেখা করে আশ্বাস দিলেন রাজ্যপাল

সামনের পুজোয় বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ফিরছে লাশ হয়ে। কেউ হারালেন বাবাকে, কেউ ছেলে হারালেন, কেউ বা দাদাকে। শুক্রবার মালদায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর সামনেই জ্ঞান হারালেন শোকে পাথর আত্মীয়রা।

একদিকে যখন চাঁদ জয়ের আনন্দে আত্মহারা গোটা দেশ, সেখানে মিজোরামে রেল ব্রিজ ভেঙ্গে বাংলার ২৩ শ্রমিক মারা গেলেন। প্রায় সকলেই মালদার বাসিন্দা বলে খবর। পেটের টানে গিয়েছিলেন কাজে। সেখানেই ঘটল অঘটন। শুক্রবার সড়ক পথে অ্যাম্বুলেন্সের কনভয়ে ২৩টি সেহ ফিরিয়ে আনা হচ্ছে মালদায়। এদিনই জেলায় তাঁদের বাড়িতে গিয়ে পরিবারগুলির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল।

রাজ্যপালের সামনেই কান্নায় লুটিয়ে পড়েন তাঁরা। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিন রেলের তরফে দেওয়া সাড়ে ৯ লক্ষ টাকার চেক ও ৫০ হাজার নগদ টাকা রাজ্যপাল মৃতদের পরিজনদের হাতে তুলে দেন। তবে এখনই রাজভবনের তরফ থেকে কোনও ক্ষতিপূরণ ঘোষণা করেননি তিনি।

About The Author