লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এবারে ৯৭ কোটি ভোটার রয়েছে। এরমধ্যে ১.৮২ কোটি নতুন ভোটার। এর জন্য সাড়ে ১০ লক্ষ ভোটকেন্দ্র হচ্ছে দেশজুড়ে।
কমিশনের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে ৭ দফায় ভোট সম্পন্ন হবে। ভোট শুরু হবে ১৯ এপ্রিল।
প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। এদিন, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোট সম্পন্ন হবে।
দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল। এদিন, রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে সম্পন্ন হবে নির্বাচন।
তৃতীয় দফা ৭ মে ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে।
চতুর্থ দফায় ১৩ মে ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে।
পঞ্চম দফা ২০ মে শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগে ভোট হবে।
ষষ্ঠ দফা ২৫ মে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুরে ভোট হবে।
সপ্তম দফা ১ জুনে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে ভোট হবে।
ভোট গণনা ৪ জুন ভোট হবে।