কলকাতা: অবৈধভাবে তৈরি হচ্ছিল বহুতল, মাঝরাতে হুরমুরিয়ে ভেঙ্গে পড়ল পাশের বস্তির ওপর। কলকাতার গার্ডেনরিচের ঘটনায় অকালে প্রাণ হারালেন ৬ জন।
মধ্যরাতে একটি নির্মীয়মান পাঁচতলা বাড়ি হঠাৎ করেই হুড়মুরিয়ে ভেঙে পড়ে পাশের বস্তির ওপর। সেখানে প্রচুর মানুষ বসবাস করেন। টালির ঘরে রাতে তারা ঘুমোচ্ছিলেন। সেই সময়ই ঘটে বিপর্যয়। সকালে ব্যান্ডেজ মাথায় নিয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবার কিছু পাঁচ লাখ টাকা এবং আহতদের পরিবার পিছু এক লাখ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। সেইসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানান, অবৈধভাবে নির্মাণ হচ্ছিল বহুতলটি। প্রমোটারকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে, রেয়াত করা হবে না।
গার্ডেনরিচের বহুতল-বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ছ’জন। সকাল থেকে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে আরও চার জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন হাসিনা খাতুন, শামা বেগম, আকবর আলি, রিজওয়ান আলম, মহম্মদ ওয়াসিক এবং মহম্মদ ইমরান। তাঁদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।