সেচে দুর্নীতি, ত্রিপল লুটে মদতের অভিযোগ! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের FIR

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আচমকা এফআইআর তার বিরুদ্ধে। ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও তার ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে ১ জুন কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি পুরসভার গোডাউন থেকে ত্রিপল লুটের অভিযোগ উঠল। শুভেন্দু, সৌমেন্দু সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ। কাঁথি থানায় ত্রিপল লুটের অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যে। পুর প্রশাসক বোর্ডের সদস্য রত্নদীপ মান্নার অভিযোগ। এই ব্যাপারে অবশ্য শুভেন্দু বা সৌমেন্দুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাকে করে প্রচুর ত্রিপল গোডাউন থেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শুভেন্দু, সৌমেন্দুসহ চারজনের বিরুদ্ধে।

About The Author