রাজগঞ্জ: ট্রাফিক মোড়ে স্কুলবাসের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লেগে অকালে প্রাণপাত হল এক যুবকের। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর মোড়ের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশের সামনেই স্কুলবাসটি বাইকে থাকা যুবককে পিষে দেয়। যদিও, ট্রাফিক পুলিশের দাবি, স্কুলবাসটিকে হাত দেখিয়ে বারবার থামানোর চেষ্টা করা হলেও ঘটনা আটকানো যায়নি।
মৃতের নাম অমল মজুমদার। বয়স আনুমানিক ৩২ বছর। রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের গোলাবাড়ি গ্রামের বাসিন্দা।
বুধবার বিকেল চারটা নাগাদ রাজগঞ্জের ফাটাপুকুর ট্রাফিক মোড়ে জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেল, রাজগঞ্জের একটি বেসরকারি স্কুল থেকে পরুয়াদের নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি। এদিকে রাস্তা পার করে রাজগঞ্জের দিকে বাইক নিয়ে আসছিল ওই যুবক। সেই সময় ট্রাফিক মোড়ে মুখোমুখি সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীদের দাবি স্কুল বাসের চালক বাইক খেয়াল না করেই এগিয়ে আসে। ফলে এই ঘটনা ঘটে।
শেষ প্রাপ্ত খবর অনুযায়ি, যুবকের দেহ রাজগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে দেখছে রাজগঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গেল, অমল রাজগঞ্জের বলরামে একটি বেসরকারি কারখানায় কাজ করছিলেন। এদিন সম্ভবত বেলাকোবার দিক থেকে ফেরার সময় ঘটনাটি ঘটেছে।