রাজগঞ্জ: পুলিশ পরিচয় দিয়ে এক যুবককে পুলিশে চাকরি দেবার কথা বলে প্রতারণার অভিযোগ। শুধু এখানেই থেমে নেই; ভুল বুঝিয়ে যুবকের কাছ থেকে নগদ টাকা এবং নথি চেয়ে একটি বিলাস বহুল বাইকও কিনে ফেলে অভিযুক্ত। ব্যাঙ্কে গিয়ে নিজেকে যুবকের পরিচয় দিয়ে নিজের ছবি দেখিয়ে লোণ করে এবং বাইকের টাকা নগদে না দিয়ে কিস্তিতে মেটানোর কথা বলা হয়। এরপর কিস্তির টাকা না পেয়ে কাগজের সূত্র ধরে নথির মালিকের দুয়ারে এসে হাজির হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বেরিয়ে পরে আসল ঘটনা।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের তেলিপাড়ায়। লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে বাইকটি। অভিযুক্তের নাম শাহজাহান ইসলাম। তার বাড়ি রাজগঞ্জের কুকুরজান অঞ্চলে। নিজেকে ভুয়ো পুলিশ কর্মী পরিচয় দিয়ে রাজগঞ্জের তেলিপাড়ার বাসিন্দা বিকি সাহার কাছে থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। তার সঙ্গে জরুরী নথি এবং আরও কিছু কাগজ পত্র বাগিয়ে নেয়।
যুবকের কাছ থেকে টাকা এবং নথি নিয়ে শিলিগুড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লোণ করে। সেই কাগজে একটি বিলাস বহুল বাইকও কিনে ফেলে অভিযুক্ত। নগদে টাকা না দিয়ে কিস্তিতে তার দাম মেটানোর কথা ছিল। লোণ করতে গিয়ে অভিযুক্ত নিজেকে বিকি সাহা পরিচয় দিয়ে সেই নাম ঠিকানা এবং নিজের ছবি জমা করে ব্যাঙ্কে। বাইক কেনার প্রায় ৩ মাস পর কিস্তির টাকা না মেলায় সরাসরি আসল লোকের দুয়ারে এসে হাজির হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এরপরই বেরিয়ে পরে আসল ঘটনা।
রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পরে অভিযুক্তের বিরুদ্ধে। এরপর গত ১৬ ডিসেম্বর রাজগঞ্জ থানার পুলিশ অফিসার মনসুর উদ্দিনের নেতৃত্বে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়। সেখান থেকে ৫ দিনের রিমান্ডে নিয়ে অভিযুক্তের কাছ থেকে বাইকটি উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও প্রতারণামুলক মামলা ছিল।
চাউলহাটির খবর রাজগঞ্জ ব্লকের চাউলহাটি এলাকায় গভীর রাতে ধানের গাঁদায় আগুন লাগে। স্থানীয় বাসিন্দা মহম্মদ মঙ্গলুর প্রায় ১০০ মন ধান পুড়ে গিয়েছে বলে খবর। ধান কেটে ফাঁকা মাঠে জমা করে রাখা ছিল। অনুমান করা হচ্ছে, কেউ বা কারা ইচ্ছে করে ধানের গাঁদায় আগুন লাগিয়েছে।