‘মিস্টার বিন’ খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন খবরে দাবি করা হচ্ছে, গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন ‘মিস্টার বিন’।
মঙ্গলবার থেকে রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। এই খবর দেখার পর তথ্য যাচাই না করেই তা শেয়ার করছেন অনেকেই। ‘মিস্টার বিন’ খ্যাত অভিনেতাকে নিয়ে এহেন খবর একেবারেই ভুয়ো। যদিও এটাই প্রথম নয়; এর আগে ২০১৬ সালেও তাঁর ভুয়ো মৃত্যুর গুজব ছড়িয়েছিল। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই এমন ভুয়ো খবর ছড়িয়ে পড়ে।
‘মিস্টার বিন’ খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের আসল বয়স ৬৬ বছর। বর্তমানে তিনি বহাল তবিয়তেই জীবিত রয়েছেন। জানা গিয়েছে, ফক্স নিউজ নামের একটি টুইটার হ্যান্ডল থেকে অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর খবর প্রথম ছড়ায়। সেখানে বলা হয়, মাত্র ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন রোয়ান অ্যাটকিনসন। যদিও পরবর্তীতে জানা যায়, এই খবর একেবারেই ভিত্তিহীন।