সামাজিক মাধ্যমে তৃণমূলের লোগো ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘বিতর্কিত’ পোস্ট করার অভিযোগে রাজগঞ্জের এক এসএফআই কর্মী দিলদার মহম্মদকে আটক করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রাজগঞ্জ সুখানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে এসএফআইয়ের লোকাল কমিটির সম্পাদক দিলদারের বিরুদ্ধে জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ করা হয়েছিল।
‘পারবো না আমি চাকরি দিতে’ এমন লেখা ছবিতে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে যোগ করা হয়েছে বলে অভিযোগ। ফেসবুক প্রোফাইলে ‘অভিযুক্তের’ নাম। প্রোফাইল ছবিতে তৃণমূলের লোগো সদৃশ ছবি রয়েছে। এই পোস্ট করার পরেই রাজগঞ্জ সুখানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয় দিলদারের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, দলের ভাবমূর্তি নষ্ট করতে তৃণমূলের লোগো লাগিয়ে সামাজিক মাধ্যমে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করেছে অভিযুক্ত।
রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানিয়েছেন, ‘দিলদারকে থানায় ডাকা হয়েছে। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ ঘটনার খবর জানতে পেরে জেলা এবং লোকাল সংগঠনের সদস্যেরা থানায় আসেন। এই বিষয়ে এসএফআইয়ের জেলা সম্পাদক অরিন্দম ঘোষ বলেন, রাজ্যে বর্তমানে চাকরি নিয়ে সমস্যা রয়েছে সবাই জানে। সেই নিয়ে ফেসবুকে লিখেছে হয়ত। এমন কিছু অপরাধ তো করেনি দিলদার। ছেলেটা রোজা রেখেছিল। সেই অবস্থায় এভাবে হেনস্থা করা ঠিক হয়নি পুলিশের। এই ব্যাপারে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, ‘সামাজিক মাধ্যমে যে কেউ যা খুশী পোস্ট করতেই পাড়ে। সেব্যাপারে পূর্ণ স্বাধীনতা আছে। তাই বলে মুখ্যমন্ত্রীকে নিয়ে এবং দলের লোগো লাগিয়ে ভুল বার্তা দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হয়।’