জুনেই শুরু হতে পারে প্রিমিয়ার লিগ, করোনায় আক্রান্ত তিন ক্লাবের ৪ জন ফুটবলার

স্পোর্টস ডেস্ক: করোনা আতঙ্কের আবহেও প্রত্যাবর্তনের পথে ইংলিশ প্রিমিয়ার লিগ । ধরা হচ্ছে, আগামী ১৯ বা ২৬ জুন থেকে ফিরবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ। তবে আগেও করোনা আতঙ্ক থেকেই যাচ্ছে।

বর্তমানে প্রতি সপ্তাহেই ইপিএলের প্রতিটা ক্লাবের ফুটবলার ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হচ্ছে। এবং সেই তৃতীয় রাউন্ডের করোনা পরীক্ষার পরই ধরা পড়েছে তিনটে ক্লাবের আরও চারজনের করোনা পজিটিভ। তবে করোনা আক্রান্তদের পরিচিতি গোপন রেখেছে এফএ। এক সরকারি বিবৃতি দিয়ে এফএ জানায়, ‘গত সোমবার ও মঙ্গলবার ফুটবলার ও কোচিং স্টাফের সদস্য মিলিয়ে মোট এক হাজারেরও বেশি করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে তিনটে ক্লাবের চারজন করোনায় আক্রান্ত। যে সমস্ত ফুটবলার ও কোচিং স্টাফের সদস্য করোনায় আক্রান্ত তাদের এ বার সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

শুধু প্রিমিয়ার ডিভিশনই নয়। ইংল‌্যান্ডের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ফুলহ্যাম ও ব্ল্যাকবার্ন রোভার্স মিলিয়ে মোট তিন জন ফুটবলার করোনা পজিটিভ হয়েছেন। বুন্দেশলিগার মতোই দর্শকশূন্য মাঠেই খেলা হবে প্রিমিয়ার লিগের বাকি ম্যাচ। ফলে টিভির সামনে বসে থাকা দর্শকদের জন্য অনেক অভিনব চমক রাখার চেষ্টা করছে এফএ। যার মধ্যে প্রথম হল ম্যাচ চলাকালীন সমর্থকদের শব্দব্রহ্মর রেকর্ডিং চালানো হবে। যাতে ফাঁকা মাঠে খেলা দেখতে বোরিং না লাগে ভক্তদের। আবার একই সঙ্গে দর্শকশূন্য গ্যালারির সামনে নামা ফুটবলাররাও যাতে একটু উদ্বুদ্ধ হন তাই প্রতিটা ম্যাচ শুরুর আগে নির্দিষ্ট ক্লাবের বাছাই কয়েকজন ফুটবলাররা নিজেরাই বিশেষ ভিডিও তৈরি করবেন। যেখানে দলের প্রস্তুতি ও বিপক্ষ নিয়ে কিছু মতামত রাখবেন তাঁরা। এ ছাড়াও ড্রেসিংরুমেও লাগানো হবে সিসিটিভি। ফলে বিরতিতে প্রিয় দলের ‘হাফটাইম টিম-টক’ দেখারও সুযোগ থাকছে ভক্তদের। এ ছাড়াও আবার ম্যাচের বিরতিতে মাঠের ধারে ফুটবলার বা কোচের সাক্ষাৎকারও নেওয়া হতে পারে।

তবে প্রত্যাবর্তনের আগেও কয়েকটা বাধা দেখা দিচ্ছে।  ১৬ জুলাইয়ের পর প্রতিটা ম্যাচ আয়োজন করতে হলে ব্রডকাস্টারকে অন্তত ৩৬ মিলিয়ন ইউরো দিতে হবে। ফলে জুনের শেষে মরশুম শুরু করে ১৬ জুল‌াইয়ের আগে শেষ করতে হলে কার্যত প্রতিদিনই খেলতে হবে ক্লাবগুলোকে। অন্যদিকে নিরপেক্ষ মাঠে খেলার ব্যাপারে এখনও সম্মতি দেয়নি অনেক ক্লাব। এছাড়া দূরত্ব বিধি মেনে কি ফুটবল খেলা কতটা সম্ভব হবে? অতএব- প্রশ্ন আছে। থাকবেও। কিন্তু প্রশ্নের কাঁটাকে উপক্ষো করেই আপাতত ইপিএলের জন্য প্রত্যাবর্তনের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

 

About The Author