তপশিলি জাতিভুক্ত মানুষদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এবার আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁকে শো-কজ করল কমিশন। কেন তিনি এমন মন্তব্য করেছেন তার ব্যাখ্যা চাইল কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাঁকে।
আরামবাগে গত ৬ এপ্রিল ছিল ভোটগ্রহণ। সেদিন একটি সংবাদমাধ্যমে সুজাতা মণ্ডলকে বলতে শোনা যায়, ‘এখানকার এসসিরা হল স্বভাব ভিখারী। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের জন্য এত কিছু করল তাও সামান্য কটা টাকার জন্য বিজেপির কাছে বিক্রি হয়ে গেল। সুজাতা খাঁর এই বক্তব্যের প্রতিবাদে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়ে অভিযোগ জানিয়ে এসেছে বিজেপি। তাদের প্রশ্ন, প্রার্থী যদি বিধায়ক হন তাহলে সেখানকার তপশিলি মানুষদের কী হাল হবে তা সহজেই অনুমেয়।