ফের ভূমিকম্প! তৃতীয় বার কাঁপল উত্তরবঙ্গের মাটি

শিলিগুড়ি: উত্তরবঙ্গে ফের ভূমিকম্প৷ মঙ্গলবার সকাল ১০.৪০ মিনিটে ফের কাঁপল উত্তরবঙ্গ৷ কম্পন অনুভূত হয়েছে কয়েকটি জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহারে কম্পন অনুভূত৷ কাল রাত থেকে এনিয়ে ৩ বার কম্পন অনুভূত হল৷  এই কম্পন সোমবার রাতের ভূমিকম্পের আফটার শক বলেই ধারণা।

মঙ্গলবার সকাল ৭টা বেজে ৭ মিনিটে ফের কেঁপে ওঠে উত্তরবঙ্গের মাটি। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৪.১। ন্যাশনল সেন্টার ফর সিসমোলজি’র তথ্য অনুযায়ী, কম্পনের উৎসস্থল জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়িতে। কম্পনের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর আগে মঙ্গলবার ভোররাতে কেঁপে ওঠে আসামের তিনশুখিয়া।

আগের দিন রাত ৮.৪৯ মিনিটে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। কম্পনের উপকেন্দ্র ছিল ভারত ভুটান সীমান্তে পেডংয়ের কাছে। এখনও কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

About The Author