তীব্রতা: ৪.৩, উৎপত্তিস্থল: ভুটানের সামচি, গভীরতা: ৫ কিমি, সময়: শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট ৫৬ সেকেন্ড
তীব্রতা: ৪.৩, উৎপত্তিস্থল: ভুটানের পারো, গভীরতা: ১০ কিমি, সময়: শনিবার ভোর ২টা ৫৩ মিনিট ৪৭ সেকেন্ড
শিলিগুড়ি: বৃষ্টির মধ্যেই পরপর ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে। পরপর কম্পনের জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ন্যাশেনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, দুটি ভুমিকম্পের তীব্রতাই ৪.৩। শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট ৫৬ সেকেন্ডে প্রথম কম্পনের পর রাত ভোর ২টা বেজে ৫৩ মিনিটে ফের কম্পন অনুভূত হয়েছে। দুটির উৎপত্তি হয়েছে ভুটানে। যার জেরে মৃদু কম্পন অনুভূত হয় দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ বিস্তীর্ণ অঞ্চলে। যদিও ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। তবে একে টানা বৃষ্টি, তার উপর রাত-দুপুরে ভূমিকম্পের ঘটনায় পাহাড় থেকে সমতলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।