‘দিদি-ও-দিদি’ থেকে এবার ‘মমতা দিদি’। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। বাংলায় ভোট প্রচারে এসে একাধিকবার ‘দিদি-ও-দিদি’ বলে মুখ্যমন্ত্রীকে মিষ্টি ভাষায় আক্রমণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Congratulations to Mamata Didi on taking oath as West Bengal’s Chief Minister. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) May 5, 2021
‘দিদি-ও-দিদি’, এই কথাটি, রাজ্যের সকলের মুখে মুখে এনে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। কেউ তা নিয়ে মজা করেছেন নয়তো এর ধিক্কার জানিয়েছেন। ‘দিদি-ও-দিদি’ কথা নিয়ে আপত্তি জানিয়েছিল তৃণমূল। তাতে সায় দিয়েছিলেন বাংলার জনগণের একাংশ। তৃতীয়বার ক্ষমতায় ফেরার মাধ্যমে ‘দিদি-ও-দিদি’র যোগ্য জবাব দিয়েছ তৃণমূল। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ‘দিদি-ও-দিদি’ কথার মাধ্যমে একজন মহিলাকে অসম্মান করা হচ্ছিল। সেই অপমানের যোগ্য জবাব দিয়েছে বাংলার মানুষ। এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি রাজ্যের করোনা মোকাবিলায় কাজ করবেন বলে জানালেন তিনি।