বিনা কারণে আর ব্যবহার করা যাবে না বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের ছবি বা কণ্ঠ। এমনকি তাঁর নাম ব্যবহার করতে গেলেও লাগবে অভিনেতার অনুমতি। শুক্রবার এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট।
২৫ নভেম্বর থেকেই কার্যকারী হয়েছে এই রায়। শুধু তাঁর নাম ও ছবিই নয়, অনুমতি না নিয়ে বিগ বি’র চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকেও ফুটিয়ে তোলা যাবে না। উদাহরণ হিসেবে বিগ বি’র আইনজীবী বলেন, কেউ বিগ বি-র মুখ ব্যবহার করে টিশার্ট বানায় বা কেউ তাঁর পোস্টার বিক্রি করেন। ইন্টারনেটে অনেকেই বিগ বির নাম করে ওয়েবসাইট বা পেজ চালান। সেক্ষেত্রে অভিনেতার ভাবমূর্তির ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। এইসব কারণেই আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছিলেন বিগ বি।
জানা গিয়েছে, নিজের ভাবমূর্তি রক্ষার অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। শুক্রবার সেই পরিপ্রেক্ষিতেই এই রায় দিয়েছে আদালত। পাশাপাশি আদালতের তরফে এও জানা গিয়েছে, এই রায় দান না করলে অমিতাভ বচ্চনের বড়সড়ো ক্ষতি হতে পারত। তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছিল বলে অভিযোগ। তাই এখন থেকে অনুমতি ছাড়া তাঁর ছবি, কণ্ঠ বা নাম ব্যবহার করা যাবে না।