Debangshu: ‘তৃণমূলেই আছেন’, নয়া পদ পেয়ে জানালেন দেবাংশু

যুব কমিটির তালিকায় নাম বাদ পড়েছিল দেবাংশুর। ফেসবুকে যুব নেতার অভিমানী পোস্ট ঘিরে শুরু হয়েছিল দল ছাড়ার জল্পনা। সেই জল্পনায় জল ঢেলে দিল দলই। তৃণমূলের রাজ্য সোশ্যাল মিডিয়া এবং আইটি সেল তৈরি করে ইউনিটের ইনচার্জ পদের দায়িত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্স‌ন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার একথা জানানো হয়েছে দলের তরফে। তার আগে অবশ্য ফেসবুক লাইভে এসে জল্পনায় জল ঢালেন খোদ দেবাংশু। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসেই আছেন এবং থাকবেন।

https://twitter.com/AITCofficial/status/1598249567010836484

বুধবার যুব তৃণমূলের তালিকা প্রকাশের পর তাতে নাম ছিল না দেবাংশুর। এই নিয়ে তিনি নিজেই দলের সব দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে ফেসবুক পোস্ট করেন। তারপরই রাজনৈতিক মহলে শুরু হয় গুঞ্জন। সুত্রের খবর, বুধবার রাতে দেবাংশু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েছিলেন। তারপর তাঁকে আজ অর্থাৎ বৃহস্পতিবার নয়া পদ দেওয়া হয়েছে।

About The Author