বেলাকোবা: জলপাইগুড়ি যাওয়ার পথে হাইরোডের এক লেন থেকে অন্য লেন ছাড়িয়ে বাজারের দিকে ঢুকে পড়ল ১৪ চাকার ট্রেলার। বিদ্যুতের খুঁটিতে ধাক্কা। অল্পের জন্য প্রাণে বাচলেন দোকানে থাকা মানুষগুলি। তবে একটি ভ্যান রিকশা দুমড়ে গিয়েছে এবং চালক আহত হয়েছেন।
শনিবার সকাল ১১টা নাগাদ দশদরগায় শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরে ট্রেলার গাড়িটি। নিয়ন্ত্রন হারিয়ে পাশের রাস্তা ছাড়িয়ে সোজা ঢুকে পরে দোকানমুখে। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে একটি বিদ্যুতের খুটিতে ধাক্কা মেরে থেমে যায়। সামনে একটি ভ্যান রিকশা দুমড়ে মুচড়ে যায়। অল্পের জন্য দোকানে থাকা মানুষগুলি প্রাণে বেঁচে যায়। আহত হয়েছে গাড়ির চালক। তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, নাগাল্যান্ডের গাড়িটি জলপাইগুড়ির একটি ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারক কোম্পানিতে পণ্য বোঝাই করতে শিলিগুড়ি থেকে রওনা হয়েছিল। দশদরগা মোড়ে দুর্ঘটনার শিকার হয়। এক রাস্তা থেকে অন্য রাস্তায় এসে একটি লাইনের খুটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ।