‘কেন্দ্র-রাজ্য সম্পর্কের কালো দিন!’ বৈঠকে গরহাজিরা নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর

রাজ্যে ইয়াস ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে অংশ না নেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহও বিষয়টি নিয়ে মমতার সমালোচনা করেছেন। টুইটারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অবমাননার অভিযোগ করেছেন তাঁরা সকলেই।

শুভেন্দু অধিকারী টুইট করে লিখেছেন, ভারতে দীর্ঘদিনের কেন্দ্র রাজ্য মৈত্রী সম্পর্কের প্রেক্ষিতে আজ একটি কালো দিন। তিনি আরও বলেন, দিদি ইয়াস পরিস্থিতি নিয়েও রাজনীতি করছেন। রাজ্যে একনায়কতন্ত্র বজায় রাখার চেষ্টা চলছে।

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে ইয়াস-এর ক্ষয়ক্ষতির রিপোর্ট দেন মমতা। কিন্তু পর্যালোচনা বৈঠকে অংশ নেননি তিনি। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড় বিধ্বস্ত দিঘায় পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণেই তিনি প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে যোগ দিতে পারেননি।

About The Author