করোনা আক্রান্ত টলিউডের জিৎ-শুভশ্রী

রাজ্যজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ! নতুন সংক্রমণ মিলেছে টলিপাড়াতেও। করোনায় আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা জিৎ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন জিৎ-শুভশ্রী।

শুভশ্রী জানিয়েছেন, তাঁর ৬ মাসের পুত্র ইউভান সুস্থ রয়েছে। রাজ রয়েছেন ব্যারাকপুরে। করোনা আক্রান্ত হওয়ায় শুভশ্রীর কাছ থেকে সরিয়ে রাখা হয়েছে ছোট্ট ইউভানকে। আপাতত নিজেদের ফ্ল্যাটেই নিভৃতাবাসে রয়েছেন অভিনেত্রী।

একই দিনে, করোনায় আক্রান্ত হলেন সুপারস্টার জিৎ। মঙ্গলবার টুইট করে একথা জানান অভিনেতা। টুইটারে জিৎ লিখেছেন, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। বাড়িতে আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের অনুরোধ করছি, করোনা পরীক্ষা করান।’

About The Author